Frequently asked questions – FAQ’s

Passport Check করতে কিংবা অনলাইনে পাসপোর্ট আবেদন করতে অনেক সময় অনেকে সমস্যার সম্মুখীন হয়। পাসপোর্ট সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা করা হয় এমন কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর নিয়ে FAQ সাজানো হয়েছে-

রেগুলার ডেলিভারিতে পাসপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে?

সবকিছু ঠিক থাকলে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সে কোন ঝামেলা না হলে রেগুলার ডেলিভারিতে ই পাসপোর্ট হাতে পেতে ১৫ থেকে ২১ দিন সময় লাগে।

পাসপোর্ট রি ইস্যু করলে পুরাতন পাসপোর্ট নাম্বার থাকবে?

পাসপোর্ট রি ইস্যু করলে সম্পূর্ণ আলাদা এবং নতুন একটি পাসপোর্ট দেয়া হয়। নতুন পাসপোর্ট এর সাথে পুরাতন পাসপোর্ট নাম্বারের কোন মিল থাকবে না।

পাসপোর্ট চেক করলে কোন তথ্য না দেখানোর কারণ কি?

পাসপোর্ট চেক করার সময় কোন তথ্য ভুল ইনপুট করে চেক করলে কোন তথ্য দেখাবে না। তাছাড়া শুধু অনলাইনে পাসপোর্ট আবেদন করে স্ট্যাটাস চেক করলে কোন কিছু দেখাবে না। এর জন্য আপনাকে পাসপোর্ট অফিসে আবেদন জমা দিয়ে ছবি ও আঙ্গুলের ছাপ দিয়ে আসতে হবে।

ই পাসপোর্ট চেক করার ওয়েবসাইট কোনটি?

ই পাসপোর্ট চেক করার সরকারি ওয়েবসাইটের লিংক হলো https://www.epassport.gov.bd/authorization/application-status এটি। আপনার পাসপোর্ট এর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে এই পেজটি ভিজিট করুন।