About Us

পাসপোর্ট চেক করার তথ্য ভিত্তিক ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। বাংলাদেশের ই পাসপোর্ট চালু হওয়ার পর থেকে পাসপোর্ট বিষয়ক সেবা সমূহ অনলাইন ভিত্তিক করা হয়েছে। Passport Check ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নতুন পাসপোর্ট আবেদন, পাসপোর্টের স্ট্যাটাস চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

পাসপোর্ট এর মধ্যে কোন ভুল থাকলে তা সংশোশন করার নিয়ম MRP পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার প্রসেস এই সব বিষয়ে সর্বসাধারণ মানুষকে জানানোই আমাদের মূল লক্ষ্য। একজন বাংলাদেশ নাগরিক পাসপোর্ট করতে যেন কোন দালালের কাছে যেতে না হয় এবং নিজে নিজে যাতে পাসপোর্ট করে যে কোন সমস্যার সমাধান করতে পারে এজন্য আমরা কাজ করে যাচ্ছি।

এই ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের আদলে সাজানো হয়। সকল শ্রেণীর মানুষ যাতে আমাদের দেখানোর নিয়ম গুলো বুঝতে পারে সেজন্য আমাদের মত করে বিশদ এবং বিস্তারিত আলোচনা করে থাকি।

https://passportcheck.info টিম পাসপোর্ট সংক্রান্ত যে সকল বিষয় নিয়ে কাজ করে থাকে তার তালিকা নিচে দেয়া হলোঃ-

  • Passport Check (e-passport and MRP passport)
  • নতুন পাসপোর্ট আবেদন
  • পাসপোর্ট রি ইস্যু
  • পাসপোর্ট সংশোধন
  • ই পাসপোর্ট পেমেন্ট

আমরা প্রতিনিয়তই আমাদের সাইটে প্রকাশিত তথ্যের হালনাগাদ করে থাকি এবং নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করি। আশা করছি পাসপোর্ট সম্পর্কিত যে কোন প্রয়োজনে আমাদের এই ওয়েবসাইটটি আপনার খুবই উপকারে আসবে।

তবে মনে রাখবেন passportcheck.info কোন সরকারি ওয়েবসাইট নয় বা কোন সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না। আমরা বেক্তিগত উদ্দেগে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন অনলাইন সেবা সম্পর্কে সাধারন জনগণকে তথ্য ও পরামর্শ দিয়ে থাকি।