অনলাইনে পাসপোর্ট চেক করুন | e Passport Check Online

পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য এখন আর পাসপোর্ট অফিসে যেতে হয় না। হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। Passport Check করার মাধ্যমে আপনার পাসপোর্ট আবেদনের অগ্রগতি এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস জানতে পারবেন।

আপনার আবেদনের বর্তমান আবস্থা যেমন পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা এবং কবে নাগাদ সেটি হাতে পাবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হয়।

পাসপোর্ট চেক করতে যা যা লাগে

পাসপোর্ট চেক করার জন্য OID (Online Registration ID) অথবা পাসপোর্টের Application ID এবং জন্মতারিখ এই ২টি তথ্য প্রয়োজন। আপনার পাসপোর্ট আবেদনের Application ID অথবা OID এর যেকোন একটি হলেই হবে। তার সাথে জন্মতারিখ প্রয়োজন হবে।

  • OID (Online Registration ID)
  • Application ID
  • Date of Birth

Application ID

পাসপোর্ট আবেদন জমা দিয়ে হাতের আঙ্গুলের ছাপ এবং ছবি তোলার পর একটি ডেলিভারি টোকেন দেয়া হয়। এই ডেলিভারি স্লিপের মধ্যে বার কোড আকারে এবং নাম্বার রুপে Application ID দেয়া থাকে। অ্যাপলিকেশন আইডি ফরমেট XXXX-XXXXXXX এমন হয়ে থাকে, যে নিচের ছবিটি লক্ষ করলে বুঝতে পারবেন।

passport delivery slip

OID (Online Registration ID)

নতুন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করলে কিংবা পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হলে ১৩ ডিজিটের রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়। আর এই পাসপোর্ট আবেদনের ইউনিক আইডি কে Online Registration ID বা OID বলে। Online Registration ID শুরুতে OID থাকে।

অনালাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন হলে একটি Application Summary তৈরি হয়। অ্যাপ্লিকেশান সামারি চাইলে pdf আকারে সেভ করে রাখা যায়। এই আবেদন সামারির মধ্যে আবেদনল্কারীর বেশ কিছু তথ্য উল্লেখ থাকে, তার মধ্যে OIDXXXXXXXXXX এই রকম এবং বার কোড আকারে OID বা Online Registration ID দেয়া থাকে।

passport application id

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট চেক করার জন্য প্রথমে https://www.epassport.gov.bd/ এই সাইটে প্রবেশ করুন। ইনপুট ফিল্ডে পাসপোর্টের Application ID এবং জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করে “Check” বাটনে ক্লিক করে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন।

পাসপোর্ট চেক করার জন্য আপনি চাইলে অনলাইন রেজিস্ট্রেশন আইডি OID ব্যবহার করতে পারেন। আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি অথবা OID যেকোন একটি থাকলেই Passport Check করতে পারবেন।

passport check input form
Passport check online

Application ID / Online Registration ID এবং জন্মতারিখ সঠিক ভাবে পূরণ করে Check বাটনে ক্লিক করার পর আপনার পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় আছে সেটি দেখতে পাবেন। পাসপোর্ট আবেদন করার পর থেকে হাতে পাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে।

আর পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে এই সব বিষয় অনলাইনে জানা যায়। পাসপোর্ট প্রিন্ট হয়ে গেলে স্ট্যাটাসে printed দেখাবে। পাসপোর্ট আবেদনে কোন প্রকার সমস্যা হলেও সেটা passport application status এ উল্লেখ থাকবে।

passport status result

e Passport Check online

ই পাসপোর্ট চেক করার দুইটি উপায় রয়েছে প্রথমত আপনি অনলাইনে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন দ্বিতীয়ত আপনি চাইলে মোবাইলে SMS দিয়েও Passport Status check করতে পারবেন।

অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য ৫টি ছোট ছোট ধাপ অনুসরণ করলেই হবে।

  1. Passport check ওয়েবসাইট ভিজিট
  2. Application ID অথবা OID ফিলাপ
  3. জন্মতারিখ পূরণ
  4. সিকিউরিটি ক্যাপচা পূরণ
  5. Passport status check করুন

অনলাইন থেকে মোবাইল বা কম্পিউটার দিয়ে পাসপোর্ট চেক করার বিষয় ইতোমধ্যে উপরে দেখানো হয়েছে। এখন দেখব মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পাসপোর্ট চেক করা নিয়ম।

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক

SMS পাঠিয়ে ই পাসপোর্ট চেক করার জন্য ফোনের মেসেজ টাইপ করার অপশনে গিয়ে লিখুন START<space>EPP<space>Application ID তার পর পাঠিয়ে দিন 16445 নাম্বারে।

মেসেজ লেখার ডেমো দেখে নির্ভুল ভাবে SMS দিয়ে আপনার পাসপোর্টের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জেনে নিন। মেসেজ লিখে সেটি 16445 নাম্বারে পাঠাতে ভুলে গেলে চলবে না।

START EPP 4003-1012345678

উপরের দেখানো ফরমেট অনুসারে আপনার মবাইলে থেকে মেসেজ পাঠালে 16445 থেকে একটি ফিরতি মেসেজের মাধ্যমে আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনে কোন সমস্যা আছে কিনা এবং পাসপোর্ট কবে হাতে পাবেন তা জানতে পারবেন।

MRP Passport Check

বর্তমানে সব ই পাসপোর্ট হলেও কিছু পুরাতন পাসপোর্ট অর্থাৎ Machine Readable Passport (MRP) রয়েগেছে। যেহেতু পাসপোর্ট চেক করার বিষয়ে আলোচনা করা হচ্ছে তাই MRP পাসপোর্ট চেক করার নিয়ম জেনে নেয়া যাক।

এখন কেউ চাইলেও নতুন করে MRP পাসপোর্ট নিতে পারবেনা। এম আর পি পাসপোর্ট রিনিউ করা হলেও ই পাসপোর্ট প্রদান করা হবে। তবুও যারা এখনো MRP পাসপোর্ট ব্যবহার করেন তারা চাইলে আপানের পাসপোর্ট অনলাইনে চেক করতে পারবেন।

MRP পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে MRP পাসপোর্ট চেক করার জন্য ভিজট করুন http://passport.gov.bd তারপর আপনার পাসপোর্ট Enrolment Number এবং জন্ম তারিখ লিখে Search বাটনে চাপুন। এভাবে আপনি MRP Passport check করতে পারেন।

mrp passport check

নিরাপত্তার জন্য পাসপোর্ট ওয়েবসাইটে ক্যাপচা রয়েছে। তাই তথ্য সার্চ করার আগে আপনাকে সিকিউরিটি ক্যাপচা ফিলাপ করতে হবে। সব দিছু ঠিকমতো হলে সার্চ করার পর MRP পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পাবেন।

পাসপোর্ট চেক সম্পর্কিত প্রশ্ন উত্তর

পাসপোর্ট সম্পর্কে এবং ই পাসপোর্ট চেক করার বিষয়ে সচরাচর জিজ্ঞাসা করা হয় এমন কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর নিয়ে FAQ সাজানো হয়েছে-

পাসপোর্ট চেক করার লিংক কোনটি?

পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকে ভিজিট করতে হবে। এটি বাংলাদেশ পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট।

পাসপোর্ট স্ট্যাটাস চেক করলে কিছু আসে না কেন?

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার পর অন্য কিছু না দেখানোর কয়েকটি কারণ থাকতে পারে। হয়তো আপনি OID অথবা Application ID কিংবা ভুল জন্ম তারিখ লিখে চেক করেছেন।

Pending sb police clearance মানে কি?

পেন্ডিং পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে আপনার পাসপোর্টটি প্রিন্ট হওয়ার পূর্বে পুলিশের ক্লিয়ারেন্স প্রয়োজন। পুলিশ ক্ল্যান্স এর জন্য আপনাকে থানায় ডাকা হবে অথবা পুলিশ কর্মকর্তা আপনার সম্পর্কে তথ্য নেওয়ার জন্য যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।

আবেদনের কতদিন পর পাসপোর্ট হাতে পাওয়া যায়?

পাসপোর্ট আবেদনের মধ্যে ভিন্নতা রয়েছে। পাসপোর্ট এর ডেলিভারির উপর নির্ভর করে রেগুলার, এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস এই তিন রকম ডেলিভারি ধরন রয়েছে। রেগুলার ডেলিভারিতে ১৫ থেকে ২১ দিন সময় লাগে। এক্সপ্রেস ডেলিভারিতে ৭ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি হয়ে যায়। আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে মাত্র ৩ দিনে পাসপোর্ট করা যায়।